টেকনাফে আলাদা অভিযানে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার রাতে টেকনাফের হ্নীলা ও পৌরসভার জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফ হ্নীলা ইউনিয়নের দক্ষিন লেদা এলাকার নবী হোসেনের ছেলে ছৈয়দ নুর (৩২) এবং টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকার মো. ইউনুছ ছেলে নবী হোসনকে (২২) আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে হ্নীলা বাজার পাড়া ও পৌরসভার জালিয়া পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করতেছে মর্মে এমন গোপন সংবাদ পেয়ে থানার পুলিশ পরিদর্শক এসআই নাজিম উদ্দিন. শেখ সজিবসহ পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ধাওয়া করে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ আটককৃতদের মাদক মামলা দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার