বগুড়ার আদমদীঘিতে ৮দিন আগে অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঢাকায় সাভার এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ওই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে রুহুল আমিন উইল (২১) নামে এক যুবককেও গ্রেফতার করেছে। রুহুল আমিন দুপচাঁচিয়া উপজেলার শহরকুড়ি গ্রামের ফেরদৌস আলীর ছেলে।
উদ্ধার করা কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গ্রেফতার রুহুল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা আদমদীঘি থানার এস আই মহাদেব সরকার জানান, উপজেলার কোমারপুর কাশিমালকুড়ি গ্রামের বাসিন্দা ওই কলেজ ছাত্রী গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়। শিয়ালশন পাকা রাস্তার মোড় এলাকায় পৌঁছার পর তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা অভিযুক্ত রুহুল আমিন উইল, তার বাবা ফেরদৌস আলী ও মা রুবিয়া বেগমসহ কয়েকজনকে আসামি করে অপহরণের মামলা করেন।
বিডি-প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব