বরিশালে জেলা পরিষদের উদ্যোগে ১২৩ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে প্রায় সাড়ে ৪ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদের হল রুমে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মানিকহার রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পষিদের সদস্য এসএম জামাল হোসেন, শহিদুল ইসলাম খান, ফারজানা বিনতে ওহাব, পিয়ারা বেগম, মো. জিল্লুর রহমান মিয়া, মো. মাসুদ আলম খান, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম আকন ও প্রধান সহকারী আ স ম মনিরুজ্জামান নাসির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে। শিক্ষা বান্ধব এই সরকার ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে বই প্রদান, অনুদান, বৃত্তি, উপবৃত্তি, উদ্দীপনা পুরস্কার প্রদান, মিড-ডে মিল চালু এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করেছে। এর ফলে শিক্ষার্থীদের ভর্তির হার ও উপস্থিতি এবং ভালো ফলাফলের সংখ্যা বেড়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ১২৩ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ৪ লাখ ৪০ হাজার টাকার বৃত্তি প্রদান করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ