‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে তথ্য কমিশন আয়োজিত অনলাইন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
এসময় উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকবাল হোসেন, সহকারি পুলিশ সুপার মো. ফয়েজ উদ্দিন, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলি প্রমুখ।
আগামী ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আগেই জেলার সকল সরকারি অফিসে সিটিজেন চার্টার ও অনলাইন ওয়েব সাইটের মাধ্যমে তথ্য প্রকাশ করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম