মেহেরপুরে আজ ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামি।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে গাংনী, সদর ও মজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযানে অংশ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সকলেই জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার