নারায়নগঞ্জের রূপগঞ্জ উপশহর থেকে গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপশহরের আলমপুরা এলাকার ৯ নং সেক্টরের ১১ নং ব্রিজের নীচ থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সোহাগ, শিমুল ও বাবুল। তবে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে ব্রিজের নীচে লাশগুলো পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। নিহত যুবকদের আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছর। অজ্ঞাত এ লাশগুলোর নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে একটি লাশের পকেটে ৬৫ পিছ ইয়াবা পাওয়া গেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, লাশগুলোর নাম পরিচয় এখনও পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে নির্জন জায়গা হিসাবে লাশগুলো এখানে ফেলা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম