রংপুরে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শওকত হোসেন ঘুঘু ওরফে শওকত ঘুঘু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা-৩টার দিকে রংপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর রহমতপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শওকত হোসেন ঘুঘু ওরফে শওকত ঘুঘু রংপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি ওই এলাকার ‘চিহ্নিত মাদক কারবারি’ এবং তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা, মাদক, সন্ত্রাসী ও ডাকাতি কর্মকাণ্ডের অভিযোগে ১৩টি মামলা রয়েছে বলে র্যাব-১৩ এর সহকারী পরিচালক এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা জানান।
তিনি বলেন, 'বৃহস্পতিবার রাত আড়াইটা-তিনটার দিকে ওই ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর রহমতপাড়ায় মাদক কেনাবেচার খবরে র্যাবের একটি টহল দল সেখানে অভিযানে গেলে মাদক ব্যাবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই শওকত হোসেন ঘুঘু মারা যান।'
এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউণ্ড গুলি, ২৫ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধারের কথাও জানিয়েছে র্যাব।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, 'রাতেই শওকত ঘুঘুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'
শওকত ঘুঘু একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম