যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। শহরের রেলগেট ইসমাইল কলোনিতে শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রেলগেট তুলাতলা এলাকার আব্দুল আলিমের ছেলে সাগর হোসেন(২৫), একই এলাকার ফারুক হোসেনের স্ত্রী জাহানারা বেগম(৬৫) এবং আব্দুস সাত্তারের স্ত্রী লেবু বেগম(৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা সকলেই রেলগেট এলাকায় মাদক কারবারির সাথে জড়িত। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের অপর একটি গ্রুপের সাথে তাদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ঘটনাটি জানতে পেরে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার