দীর্ঘ ১৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সাথে সিএনএফ এজেন্ট ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায় এই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
গতকাল (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা ম্যারাথন বৈঠকের পর সমস্যার সমাধানের পথ তৈরি হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে স্থলবন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পরে সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে চলমান সংকটের সমাধান হয়।
এসময় বাংলাবান্ধা স্থলবন্দরের ট্রাফিক পরিচালক আনিছ আহম্মেদ, বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লি. মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমদ, ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল-হামিক মোহাম্মদ নওশাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, সিএনএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময়ের আলোচনার পর পারস্পারিক দ্বন্দ্বের অবসান ঘটে।
উল্লেখ্য, ৩০ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সিএনএফ এজেন্ট, বন্দর শ্রমিক ও বন্দর কর্তৃপক্ষের সাথে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
বিডি প্রতিদিনি/১৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল