নাটোরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার আহম্মেদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত সাইকেল আরোহী সদর উপজেলার বিপ্রহালসা গ্রামের নগেন চন্দ্র পাহানের ছেলে বিরেন পাহান।
হাইওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাস আহমেদপুর ব্রিজের বাঁকে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী হজযাত্রীবাহী বাসের সাথে মুখোমখী সংঘর্ষ হয়। এসময় ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সাইকেল আরোহীকে চাপা দিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মারা যান।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব