শেরপুরে ৭০ কেজি গাঁজাসহ কামাল মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কামাল শেরপুর সদর উপজেলার গনই মুমিনাকান্দা এলাকার আব্দুল মালেকের ছেলে। আজ সকাল ১১ টায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার গাজীরখামার কান্দাপাড়া এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে ।
এসময় ওই এলাকার গ্রামীন ব্যাংক সংলগ্ন একটি গোডাউন থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল হোসেনকে আটক করে পুলিশ। পরে আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ৭০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। প্রাথমিক স্বীকারোক্তিতে তিনি জানান, সিলেট থেকে ওই গাঁজাগুলো শেরপুরে এনে জমা করা হয়েছিল। তদন্তপূর্বক বিস্তারিত পরে জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার