চুয়াডাঙ্গার আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে একজন আসামিসহ ৮০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা ফেনসিডিলের দাম ৩ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। আজ রবিবার সকালে ও শনিবার রাতে এগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. হাসান ইমাম জানান, গোপন সংবাদে আজ রবিবার সকাল ১০টায় দিকে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালায় বিজিবির একটি দল। এসময় ২৩৭ বোতল ফেনসিডিলসহ একই উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত মেনহাজ উদ্দিন মন্ডলের ছেলে জামাত আলীকে (৪০) আটক করা হয়। অপরদিকে, শনিবার রাত ১০টার দিকে একই উপজেলার নাস্তিপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৭২ বোতল ফেনসিডিল উদ্ধা করে বিজিবি।
বিডি প্রতিদিন/এ মজুমদার