খুলনায় মহানগরীর আর্য্য ধর্মসভা মন্দিরের সাতটি প্রতিমার কোটি টাকার স্বর্ণলংকার চুরি হয়েছে। শনিবার গভীর রাতে চোরেরা মন্দিরের গ্রীলের তালা ভেঙে স্বর্ণালংকার চুরি করে। আজ রবিবার সকালে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ধর্মসভা মন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা জানান, রাতে পুরোহিতরা প্রতিদিনের মতো মন্দিরের গেটে তালা দিয়ে চলে যায়। আজ রবিবার সকালে মন্দিরে এসে তারা গেটের তালা ভাঙা দেখতে পেয়ে কমিটির নেতৃবৃন্দকে খবর দেয়। পরে মন্দিরের সাতটি প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনা দেখে পুলিশে খবর দেয়া হয়।
মন্দিরে সিসি ক্যামেরা থাকলেও চোরেরা তা’ সুকৌশলে এড়িয়ে গেছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা করেছেন মন্দির কর্তৃপক্ষ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধারে চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার