মেহেরপুর শহরে অভিযান চালিয়ে দু'টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ আবু সাইদ টুনু নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বক্ষব্যাধি ক্লিনিকের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আবু সাইদ টুনু গাংনী উপজেলার কাজীপুর মুন্সীপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
আজ রবিবার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে আবু সাইদ টুনু তার ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে বক্ষব্যাধি কিনিকের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। এসময় এএসপি (সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বব্যাধি কিনিকের সামনে অবস্থান নেয়। আবু সাইদ টুনু বক্ষব্যাধি কিনিকের সামনে পৌঁছালে পুলিশ তার গতি রোধ করে। তার দেহ তল্লাশি করে দু’টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করে। পিস্তল দু’টিই আমেরিকার তৈরি বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরও জানান, পুলিশের প্রাথমিক ধারণা আবু সাইদ টুনু এলাকার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। ইজিবাইক চালানোর অন্তরালে গোপনে তিনি অস্ত্র ব্যবসা চালিয়ে আসছেন। আগামী নির্বাচনের আগে একটি চক্র নাশকতা করার চেষ্টা করছে। যার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। আটক টুনু আখের হত্যা মামলার ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সম্প্রতি সে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে এসে সে পুনরায় অপরাধ জগতে ফিরে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার