ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ তিনজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ রবিবার বেলা ১২টার দিকে শহরের রাজেন্দ্র কলেজের কাছ থেকে তাদের আটক করা হয়।
ছাত্রদলের নেতারা জানান, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রবিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। স্থানীয় আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শেষ করে বাসায় ফেরার পথে তানজিমুল হাসান কায়েসসহ আরো দুই ছাত্রদল কর্মীকে আটক করে কোতয়ালী থানা পুলিশের একটি দল। বর্তমানে আটককৃতদের কোতয়ালী থানা হাজতে রাখা হয়েছে।
এদিকে, পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৬ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট ৯টি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার