দিনাজপুরের হাকিমপুরে ৪শ' বোতল ফেন্সিডিলসহ আনোয়ারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকাল ৭টায় হাকিমপুর উপজেলার হিলির দক্ষিন বাসুদেবপুর চুড়িপট্রি এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ওই যুবককে আটক করা হয়।
এসময় ৮টি প্লাস্টিকের নেটের বস্তা ভর্তি অবস্থায় ৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক আনোয়ারুল ইসলাম (২৬) হাকিমপুরের দক্ষিন বাসুদেবপুর চুরিপট্টি এলাকার মৃত তাজরুল ইসলামের ছেলে।
হাকিমপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। পরে মামলা দায়েরপূর্বক জেল-হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার