আগামী প্রজন্মকে সুশিক্ষিত করতে তাদের ভবিষ্যত সুনিশ্চিত করতে হলে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। তাই আগামীতে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে আপনাদের নিজেদের জন্যই। অন্যথায় দেশ ও এদেশের আগামী প্রজন্ম বর্তমানে যতটুকু এগিয়েছে তার চেয়েও বেশি পিছিয়ে যাবে। গত দশ বছরে দেশের জিডিবি যে হারে বেড়েছে এই সরকার পুনরায় ক্ষমতায় আসলে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আজকে বাংলাদেশের জিডিবির কারণে অনেক উন্নত রাষ্ট্র বাংলাদেশকে সমীহ করে।
আজ রবিবার বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট কাজী জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মতিউর রহমান, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, গোদনাইল ইউনিয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী ওয়াহিদ আলম, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আমির হোসেনসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।
শামীম ওসমান আরো বলেন, বাংলাদেশকে নিয়ে ত্রিমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তি পেছন থেকে ছোবল মারতে চাইছে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে পুরন হচ্ছে, তা অনেকের সহ্য হচ্ছে না। তাই তারা দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসময় শামীম ওসমান তার নির্বাচনী এলাকার উন্নয়নের কিছু ভবিষ্যত পরিকল্পনার কাথাও জানান। আগামীতে নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জ-৪ আসনে ৫০০ বেডের আধুনিক হাসতাল নির্মাণ, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আধুনিক স্কুল নির্মাণেরও পরিকল্পনার কথা জানায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার