কক্সবাজারের টেকনাফে ১৬ হাজার পিষ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন লেদা রোহিঙ্গা ক্যাপর এ-৮ বক্লের আফাজ উদ্দিনের ছেলে আসাদ উল্লাহ (৩৮) ও মুচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ ঈসমাইলের ছেলে আব্দুর রহিম (২৬)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, টেকনাফ হ্নীলা লেদা টাওয়ারের বাজার এলাকায় ইয়াবাসহ অবস্থানের সংবাদ পেয়ে র্যাব অভিযান চালায়। এসময় দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব