শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ভাঙন অব্যহত রয়েছে। আজ রবিবার ও গতকাল শনিবারের ভাঙনে শুভগ্রাম, বাঁশতলা,পূর্ব-নড়িয়া ও উত্তর কেদারপুর গ্রামের ৭০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
এতে করে দিশাহারা হয়ে পড়েছে ভাঙনকবলিতরা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফত্গঞ্জ বাজারটিও পদ্মার ভাঙনের কবলে পড়েছে। এ নিয়ে গত তিন মাসে পদ্মার ভাঙনে নড়িয়ার তিনটি ইউনিয়নে ও পৌর সভার দু'টি ওয়ার্ডে ৬ হাজার ২০০ পরিবার গৃহহীন হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার