নওগাঁয় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট কলহের জেরে মামুনুর রশিদ (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অস্ত্রসহ ওই সন্ত্রাসীসহ দু’জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শহরের চকবাড়িয়া এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে।
গুলিবিদ্ধ মামুনুর রশিদের স্ত্রী আসমানী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক জোরপূর্বক মনছুৃর আলীর ছেলে মজনুর একটি গাছের ডাল কাটছিল। মজনু ডাল কাটতে বাধা দিলে ওমর ফারুক ও মজনুদের মধ্যে বাকবিতন্ডা এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। সেখানে উৎসুক গ্রামবাসীর ভিড় জমে যায়। মারামারির এক পর্যায়ে ওমর ফারুক তার অবৈধ পিস্তল দিয়ে মজনুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে উপস্থিত দশর্ক মামুনুর রশিদের ঘাড়ে বিদ্ধ হয়। এতে মামুনুর রশিদ মারাত্মকভাবে আহত হন। তাকে গ্রামবাসীরা সাথে সাথে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। তবে চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি শংকামুক্ত।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গাছের ডাল কাটাকে কেন্দ্র সৃষ্ট কলহের জের ধরে গুলির ঘটনাটি ঘটে। এতে সেখানে উপস্থিত মামুনুর রশিদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে পুলিশ অবৈধ পিস্তলসহ ওমর ফারুককে হাতেনাতে আটক করেছে। এ ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য বাবু নামে আরেক যুবককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার