কুমিল্লার মুরাদনগরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে অটোরিকশার চালক দুলাল মিয়া (৩৫) নিহত হয়েছেন। আজ সোমবার কোম্পানীগঞ্জ- নবীনগর রোডের বাখরনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুলাল মিয়া পাশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামের আওয়াল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গ্যাস নিয়ে খালি সিএনজি অটোরিকশাটি নবীনগরের দিক যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে আটকা পড়ে ঘটনাস্থলে চালক দুলাল মিয়ার মৃত্যু হয়।
সূত্র আরো জানায়, ভোর বেলা রোড ফাঁকা পেয়ে গাড়ি দু'টি বেপরোয়া গতিতে ছুটে আসে। অন্য একটি গাড়িকে অভারটেকিং করার সময় সিএনজি অটোরিকশাটি-কাভার্ড ভ্যানের মুখোমুখি হয়ে যায়। তখন কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি প্রায় ৩০ ফুট পিছনে গিয়ে রোডে পড়ে থাকে। এসময় ট্রাকের চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়।
মুরাদনগর থানার ওসি এ কে এম মঞ্জুর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার