ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ আবেদুল হক (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে আটককৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম।
আটক আবেদুল হক উপজেলা বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ করিবাজ পাড়া এলাকার মৃত ঢেপা মোহাম্মদের ছেলে।
গৃহবধূর স্বামী হামিদুল ইসলাম বলেন, ''রবিবার দুপুরে আমি ও আমার পরিবারের লোকজনের অজান্তে আমার স্ত্রী প্রতিবেশী আবেদুল হকের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আমার স্ত্রীকে শোয়ার ঘরের মেঝেতে জোরপূর্বক ধর্ষণ করে। সোমবার সকালে আমি বাদী হয়ে সকালে থানায় একটি মামলা দায়ের করেছি।''
বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব