‘নিরাপদে গাড়ি চালাই-নিজে বাাঁচি-অন্যকে বাঁচাই’ এ স্লোগান সম্বলিত নানা ধরনের স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। সড়ক নিরাপদে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের প্রচারণার অংশ হিসেবে সোমবার দুপুরে চকরিয়া পৌর শহরে লিফলেট বিতরণ ছাড়াও সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয় লেখা একটি বিলবোর্ড টাঙানো হয়েছে মাতামুহুরী সেতুর নিকটে।
সম্প্রতি চকরিয়ায় পরপর দুইদিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ ১১ জন নিহত হয়। এরপর থেকেই নানা সংগঠন তৎপর হয়ে উঠে নিরাপদ সড়কের দাবিতে। থেমে নেই প্রশাসনও। জেলা প্রশাসন উদ্যোগ নেয় বিভিন্ন পরিবহনের মালিক শ্রমিক ছাড়াও যাত্রী পথচারীদের নিরাপদ সড়ক নিয়ে সচেতনতা বাড়াতে। এরই অংশ হিসেবে সোমবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে চকরিয়া পৌর শহরে প্রচারপত্র বিলি করা হয়।
এ সময় সাথে ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌরসচিব মাসউদ মোর্শেদ, চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল করিম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক মুজিব প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব