দিনাজপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীসহ ১০০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মাদক মামলায়, ওয়ারেন্ট আসামিসহ বিভিন্ন মামলার আসামি ছাড়াও নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ২২ জনকে আটক করা হয়েছে।
বিএনপি-জামায়াতের আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
এ সময় উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ফেন্সিডিল, চোলাই মদ, বাঁশের লাঠি, পেট্রোল ভর্তি একটি প্লাস্টিকের বোতল, ১৭টি ককটেল ইত্যাদি।
পুলিশ কন্ট্রোল রুম জানায়, গত রবিবার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার ১৩ উপজেলা থেকে বিভিন্ন মামলার আসামী ছাড়াও বিএনপি-জামায়াতের ২২জনসহ ১০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপির ৮ জন এবং জামায়াতের ১৪ জন রয়েছে।
নবাবগঞ্জ থানার এস আই মিজানুর রহমান জানান, গত রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল কাশেমসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। নবাবগঞ্জের শালখুরিয়া ইউনিয়নের কুড়াহার গ্রামের আবুল কাশেমের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। রাতেই এ ব্যাপারে নবাবগঞ্জ থানার এস আই ফজলার রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলো, নবাবগঞ্জের উপজেলা জামায়াতের আমির মাওঃ আবুল কাশেম, নুরন্নবী, শাহিন, মশফিকুর রহমান, আঃ রাজ্জাক, রিপন চৌধুরী, সাজেদুর রহমান সাজু, মনিরুল ইসলাম, মাহাবুবুর রহমান, রেহেনুর আলম এবং কামরুজ্জামান।
অপরদিকে, কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, রোববার নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুর শহরের এক রেষ্টুরেন্ট থেকে বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের মধ্যে সিরাজগঞ্জের সাইদুল ইসলাম সাঈদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাসাস নেতা এবং বাকীরা দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী। আরও কয়েকজন পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার