ময়মনসিংহের ফুলপুর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ও দিউ একেএম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও প্রতিবন্ধী স্কুলে সোমবার দুপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শেষবারের মত ১৫টি হুইল চেয়ার বিতরণ করলেন বিদায়ী ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ৭টি ও অটিজম স্কুলে ৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় হত দরিদ্রদের মাঝে মুরগী ও সেলাই মেশিনও বিতরণ করা হয়।
ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এর আগে বিভিন্ন সময়ে প্রতিবন্ধীদের মাঝে শতাধিক হুইল চেয়ার বিতরণ করেন। সোমবার হুইল চেয়ার বিতরণকালে বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, পারি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শেখ সাখাওয়াত হোসেন, হেল্ডস ওপেন স্কাউটের গ্রুপ লিডার তাসফিক হক নাফিও প্রমুখ।
উল্লেখ্য, মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি যোগদান করেন। প্রায় ২ বছর ৮ মাস চাকরির পর এবার মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে চলতি ১৯ সেপ্টেম্বর বদলি হচ্ছেন। ফুলপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করছেন জেবুন নাহার শাম্মী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম