আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আনিসুল হক বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কারণ আইনের শাসন না থাকলে দেশের মানুষ উন্নয়নের সুফল পায় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে দেশে আইনের শাসন কায়েম করেছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রথম উদ্দেশ্য ছিল বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং বিভিন্ন সমস্যা সমাধান করেছেন। মামলার জট কমানোর জন্য নতুন বিচারক নিয়োগ দিয়েছেন। প্রথমবারের মত বিচারকদের বিদেশে প্রশিক্ষণে পাঠিয়েছেন। তিনি বলেন, জিয়া আর এরশাদ সরকার সংবিধানকে ফুটবলের ব্যবহার করেছে। দীর্ঘ ২১ বছর পর ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রী নবনির্মিত দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন ও জেলা আইনজীবী সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, পদ্মা সেতু থেকে শুরু করে ক্রিকেট, মহাকাশ থেকে শুরু করে সমুদ্রসীমা কোনটাই শেখ হাসিনার নজর এড়ায় না। বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনার হাতে আছে বলে নিশ্চিন্তে ঘুমাতে পারছে, নিশ্চিন্তে তারা আশা করতে পারছে ভবিষ্যতের। আজকে ডিজিটাল বাংলাদেশ। আমি জেনেছি যে, ১৩ কোটি মানুষ এখন এই নেটওয়ার্কের আওতায় এসেছে। সাড়ে ৫ কোটি মানুষের কাছে মোবাইল ফোন আছে। এটা একটা বিপ্লব করে দিয়েছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে আমরা জনগণের ক্ষমতায়ন করেছি। আমরা নারীর নেতৃত্ব, নারী ক্ষমতায়ন শুধু করি নাই, জনগণের ক্ষমতায়ন মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করেছি।
তিনি আরও বলেন, দশ বছরের উন্নয়নের কারণে বাংলাদেশ একটা রোল মডেল। তাই এই উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
পরে আদালত চত্তর এলাকায় দিনাজপুর আইনজীবি সমিতির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
দিনাজপুরের নবনির্মিত চীফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান এমপি, জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম এমপি, নুরুল ইসলাম সুজন এমপি, মহিলা সংরক্ষিত আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, মনরঞ্জনশীল গোপাল এমপি, আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সভাপতি নুরুজ্জামান জাহানী ও সাধারণ সম্পাদক তৌহিদুল হক সরকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েজউদ্দিন।
এসময় রংপুর বিভাগের গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম, জেলা প্রশাসক ড, আবু নঈম আবদুছ ছবুর, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনজীবিসহ বিভিন্ন স্তরের মানুষ।
এর আগে "উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র" শ্লোগানকে সামনে রেখে সকাল ৯টায় দিনাজপুর ইন্সিটিটিউট থেকে বর্ণিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোর এ শহীদ ময়দানে শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন