কিশোরগঞ্জের নিকলীতে ইমাম, ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।
আজ শনিবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, ইসলাম ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করেনা। শান্তির বার্তা নিয়ে ইসলামের আগমন ঘটেছিল। মহানবী হযরত মোহাম্মদ (সা:) থেকে শুরু করে ইসলামের প্রচারকগণ ইসলামের শান্তির বার্তাই প্রচার করেছেন। যারা পথভ্রষ্ট তারাই সন্ত্রাস ও জঙ্গিবাদ ছড়ায়।
তিনি বাল্য বিবাহ, যৌতুক প্রথাসহ সামাজিক কুসংস্কার থেকে মুক্ত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসব বিষয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ইমামদেরকে প্রতিটি মসজিদে খুৎবায় আলোচনা করারও আহ্বান জানান তিনি।
কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াহ ইয়া খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন