দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দেশ, সমাজ ও পরিবারকে আলোকিত করতে শিক্ষার কোন বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে মূল ভিত্তি হলো শিক্ষা। আর এই শিক্ষাকে গুণগত মানসম্মত করতে শিক্ষকদের আরও পরিশ্রমী হতে হবে। শিক্ষার্থীদের মেধা, জ্ঞান বিকশিত করতে তথ্য ও প্রযুক্তিতে অধিক অংশে প্রশিক্ষণ নিতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে আরও সতর্ক হতে হবে।
শনিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সরকারী সিটি কলেজের নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অভিভাবকদের সতর্ক হতে হবে সন্তানরা কোন অবস্থাতেই মাদকের ভয়াল গ্রাসে আকৃষ্ট হতে না পারে। সীমান্ত এলাকা দিনাজপুরের মাদকের এই ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী এ দায়িত্ব পালন করছেন। তারপরও পিতা-মাতা অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস ছবুর, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর সরকারী সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আফসার সৌরভ ও সাধারণ সম্পাদক মির্জা আল ফায়েদ রাধেন।
বিডি প্রতিদিন/ফারজানা