দিনভর নানা কর্মসূচির মধ্যদিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের মহাকাশ ভবনে বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়েছে। বাংলাদেশ এসট্রোনমিকেল সোসাইটির উদ্যোগে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোসাইটির সহ-সভাপতি এবং ওয়ালর্ড স্পেস উইক এসোসিয়েশনের বাংলাদেশের জাতীয় সমন্বয়ক এফ. আর সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাজা ইউনূস আলী, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. হোসেন রেজা। অনুষ্ঠানে নেপাল সায়েন্টিফিক এক্টিভিটিস্ এন্ড রিসার্স সেন্টারের চেয়ারম্যান মি. কৃষ্ণরাজ অধিকারীসহ বিশিষ্টজনের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে সকালে একটি বর্ণাঢ্য রালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল