সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আট মন ভেজাল দুধ জব্দ করেছে। এসময় দুধের মধ্যে জীবন্ত টেংরা মাছ পাওয়া গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসা মো. আরিফুজ্জামান ব্যবসায়ী আব্দুল মোত্তালেবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
আব্দুল মোত্তালেব রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শহীদুল ইসলাম জানান, মোত্তালেব দীর্ঘদিন ধরে দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করতেন। সকালে উপজেলার মোহনপুর দহকুলা বাজারে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে দুধে নদীর পানি মেশানোর সময় ওই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় দুধের ভিতর জীবন্ত টেংরা মাছ পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তিন মাসের কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল