নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকায় শনিবার সকালে বিষপানে (কীটনাশক ঔষধ) আব্দুল হামিদ (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মৃত সকের প্রামাণিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, অভাবের কারণে হতাশাগ্রস্থ হয়ে পড়লে বেশ কিছুদিন সে মানসিকভাবে অসুস্থ ছিলো। শুক্রবার সকালে সে বিষপান করলে তাকে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং সকালে আবার অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারের পক্ষ থেকে অনুরোধ করায় আব্দুল হামিদের মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর