বগুড়ার সারিয়াকান্দিতে বাসের ছাদ থেকে চাল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান শিবলুর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী দক্ষিণ পাড়ার হাসিমুদ্দিনের পুত্র।
শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ীতে রাস্তার পাশে থাকা লোকজন বগুড়া থেকে সারিয়াকান্দির কুতুবপুর গামী রোহান পরিবহনর নামের একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে রক্ত ঝড়তে দেখে চিৎকার করে। চিৎকার শুনে রাস্তার আশপাশের লোকজন বাসটিকে ধাওয়া করলে ড্রাইভার দ্রুত গতিতে বাসটি চালিয়ে রামনগর গরুমারা ব্রিজে থামিয়ে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এসময় বাসের যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে সটকে পড়েন। স্থানীয়রা বাসের উপর লাশ দেখে থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিবলুর লাশ উদ্ধার করে এবং বাসটি আটক করে থানায় নিয়ে আসে।
বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদের ওপর গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সারিয়াকান্দিতে লাশ উদ্ধার হলেও গাবতলী থানা এলাকায় ঘটনা হওয়ায় লাশ ওই থানায় নিয়ে গেছে। শনিবার সকালে সারিয়াকান্দি থানা থেকে লাশসহ বাসটি গাবতলী থানায় নেয়া হয়। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল