নাটোরের লালপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী ও উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুল্লাহ।
অনুষ্ঠানে ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-আই আই প্রজেক্ট (এনএটিপি) ও মৎস্য অধিদফতরের আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিতদের জন্য মোবাইল ট্যাবলেট ও সিম বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম