দিনাজপুরের বীরগঞ্জে বাঁশঝাড়ের ভিতরে আম গাছ থেকে রশিদুল ইসলাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার চাঁপা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রশিদুল ইসলাম বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউপি’র তহশিল অফিস পাড়ার কালাম উদ্দিনের ছেলে।
নিহত রশিদুল ইসলামের জামাই হিরামনি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান জানান, তার শ্বশুর গত শুক্রবার তার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। সন্ধ্যা ৬ টার দিকে মানুষ তাকে জানায় তার শ্বশুরের লাশ বাঁশঝাড়ের মধ্যে একটি আম গাছে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, কিভাবে মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল