দিনাজপুরের বীরগঞ্জে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ঋতুপর্ণা রায় নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ঋতুপর্ণা রায় (৬) বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের নিখিল রায়ের মেয়ে।
শনিবার বিকাল ৫ টার দিকে বীরগঞ্জের নীচপাড়া ইউনিয়নের দামাই ক্ষেত্র গ্রামের এক পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়।
বীরগঞ্জ থানার এসআই মো: তৌহিদুল ইসলাম জনান, ঋতুপর্ণা রায় গত শুক্রবার দাদির সঙ্গে বীরগঞ্জ উপজেলার নীচপাড়া ইউনিয়নের দামাই ক্ষেত্র গ্রামে পিষা গোবিন্দ রায়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যায়। শনিবার দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। বিকালে বিয়ে বাড়ির পাশে একটি পুকুরে তাকে ভাসতে দেখে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যৃ মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল