শনিবার মধ্যরাত (৭ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মা ইলিশ রক্ষায় রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ' কিলোমিটার এলাকার মেঘনা নদীতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রজননের লক্ষ্যেই ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদও বাজারজাতকরণে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
এ আদেশ অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা হতে পারে বলেও প্রচার করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল