কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যশোদল ইউনিয়নের নোয়াপাড়া পাক্কার মাথা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া গ্রামের দরিদ্র রিকসা চালকের মেয়ে স্বল্প যশোদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রীটিকে আজ দুপুরে একই গ্রামের আমির হোসেন মেম্বারের বখাটে ছেলে নাসির মিয়া (৩০) তার মুরগির খামারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে। তবে নাসির পালিয়ে যায় বলে জানা গেছে।
যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি শিশুটিকে থানায় পাঠালে থানা থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত নাসির প্রভাবশালী হওয়ায় কেউ কেউ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুশামা মো. ইকবাল হায়াত বলেন, বিষয়টি তার জানা নেই।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন