নরসিংদীর শিবপুরে ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষেভ মিছিল করেছে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন। আজ বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাস স্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলার সাবেক সহ-সভাপতি এ কে নাসির আহমেদ হিরনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ ও তাঁতী লীগের আহব্বায়ক মান্নান জাকারিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার