সন্তানের প্রতি মায়ের যে পরিমাণ দরদ পৃথিবীতে আর কারো মধ্যে এরূপ আছে বলে আমার জানা নেই। তেমনি সন্তানেরও মায়ের প্রতি দরদ আছে। আমাদের প্রতিটি মা যদি সন্তানদের শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ হন তাহলে বদলে যাবে দেশ। মা যেটা বলেন সন্তানরা সেটা বিশ্বাস করে ও গুরুত্ব দিয়ে শেখে। এ কারণে মায়েদের প্রতি সন্তানদের গুরুত্ব দিয়ে সত্য শেখাতে সচেষ্ট হওয়ার পাশপাশি তাদের সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাভোকেট মোস্তাফিজুর রহমান।
তিনি বৃহস্পতিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগাযোগ ও সমাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক’ ‘মা’ সমাবেশে এ কথা বলেন।
মা সমাবেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি সরকার, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নেছা, জেলা প্রশাসক মোঃ আলী আকবর, পুলিশ সুপার খান মোহম্মাদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন