ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নবী হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার নবী হোসেন ফুলপুর উপজেলার হরিণাদি গ্রামে তার শশুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে যান। সেখানে গত রাত ১১টার দিকে প্যান্ডেলের বাতি লাগাতে গেলে বিদ্যুতের তারে পেঁচিয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নবী হোসেন গায়রা ফুলপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ