টাঙ্গাইলে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দ্বিন ইসলাম (৪৫) রাজশাহীর সাদিপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা, ১টি মোবাইল ও নগদ ৫ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার গভীর রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রাবনা বাইপাস ইন্ট্রাকো সিএনজি পাম্পের সামনে অভিযান চালায়। এ সময় ৯৮০০ পিস ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন