মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রাম থেকে শুক্রবার সকালে রুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে শ্রীনদী ফাঁড়ির পুলিশ।
ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি গ্রামের সিরাজ চোকদারের মেয়ে রুমা। সিরাজ চোকদার বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।
শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জাফর হোসেন জানান, লাশ বাড়ির পিছনে বাঁশ বাগানে দেখে এলাকাবাসী খবর দিলে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে হত্যার প্রকৃত ঘটনা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ধুরাইল এলাকা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নিব।
বিডি প্রতিদিন/ফারজানা