বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আদালতের রায় নিয়ে তারা যত কথা বলবে তত দল হিসেবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাদের 'স্ট্রেচার এর স্ট্যান্ডিং' তলানিতে গিয়ে পৌঁছেছে এ রায়ের পর। তারা মুসলিম লীগের মতো নিজেদের অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় করে তুলছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া টোলপ্লাজা এলাকায় রবিবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সুধীসমাবেশের মঞ্চ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এরইমধ্যে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৫টি স্প্যান (সুপার স্ট্রাকচার) বসেছে। ওবায়দুল কাদের বলেন, খুশির সংবাদ হলো- এর আগে মাওয়া প্রান্তে আর স্প্যান বসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলে আজকের মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের ওপর স্প্যান একটি বসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক অবদান পদ্মা সেতু, এখানে আমাদের কোন কৃতিত্ব নেই। নেত্রীর নির্দেশ ও পরিকল্পনায় এই পদ্মা সেতু।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে জাজিরার নাওডোবা পদ্মা সেতুর টোল প্লাজা পরিদর্শনের সময় ওবায়দুল কাদের বলেন, কানাডা ও বাংলাদেশের আদালতে প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী, তার ফাঁসি হওয়া উচিত। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ওই হামলার সাথে জড়িত আছে। তাকেও বিচারের আওতায় আনা উচিত ছিল।
বিএনপি নির্বাচনে আসবে কি না এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি দল নির্বাচনে আসবে কিনা তারা ভালো জানে। বিএনপি নির্বাচনের ব্যাপারে সকালে এক কথা, দুপুরে এক কথা ও সন্ধ্যায় আরেক কথা বলে। তাদের কথার কোন ঠিক নাই।
বিডি প্রতিদিন/ফারজানা