র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যদের হাতে একটি ওয়ানশুটার গান-গুলিসহ নওগাঁর দুই অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার আত্রাই থানাধীন নৈদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি স্বজল কুমার সরকার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ জেলার আত্রাই থানাধীন নৈদিঘী গ্রামে আলমগীর হোসেন ও আব্দুল জলিল নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি দেশী ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করাা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন