ফরিদপুরের চরভদ্রাসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চরভদ্রাসন উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শনিবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনে হতে মিছিলটি শুরু হয়ে সদর বাজার প্রদক্ষিণ করে চরভদ্রাসন সরকারী কলেজে গিয়ে শেষ হয়।
চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জানে আলম জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশ অনুযায়ী তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর ইসলাম স্বপন, ছাত্রদল নেতা পিএম কামরুল হাসান, শুভ সালাউদ্দীন মোল্যা, আহন্মদ আল ইভান, মো. শামীম, জনি খান, রাতুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৮/মাহবুব