ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নুরুল ইসলাম রনি (৩০) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে। শনিবার বেলা সোয়া ১২টার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম রনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রিধারী না হয়েও প্রতারণামূলকভাবে নিজেকে দাঁতের ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। সাধারণ মানুষকে ধোঁকা দিতে সে তার ভিজিটিং কার্ডে নামের প্রথমে ডাক্তার এবং শেষ ডিগ্রি হিসাবে এইচ.ডি.আই.ডি (যা আদৌ চিকিৎসা বিষয়ক কোন ডিগ্রি নয়) লিখে প্রতারণা করে আসছিল। সে এইচএসসি পাশ করে নিজেকে দাঁতের ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে কোলারহাট বাজারে ‘বিশ্বাস ডেন্টাল কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠান খুলে বসে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিক্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম রনিকে আটক করা হয়। এসময় তার চেম্বার হতে বিপুল পরিমান ভিজিটিং কার্ড, পেসক্রিপশন, দন্ত চিকিৎসার কাজে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃত আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে একটা মামলা করেছে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/হিমেল