আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৮ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে র্যালিটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন, চেয়ারম্যান মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু ও অধ্যক্ষ নিহার রঞ্জন হালদার। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর