ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা গ্রামের মৃত আলহাজ্ব কফিল উদ্দিন মেম্বারের বাড়ির সামনের কালভার্টটি গত এক বছর আগে বন্যায় নিচের সংযোগ পার্ট ভেঙে গোঁড়া থেকে মাটি সরে যায়। এ রাস্তা দিয়ে সখল্যা, ভাইটকান্দি, হরিণাদী, মেরিগাই, কুলিরকান্দাসহ কয়েক গ্রামের শত শত মানুষ চলাচল করে থাকে। যার ফলে প্র্তিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারীদের।
সরেজমিন গিয়ে দেখা যায়, কালভার্টের এক পাশের নিচের পার্ট ভেঙে মাটি সরে গেছে। উপরের প্লেইটের নিচে কোন টেক নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে মানুষ চলাচল করে থাকেন। অন্ধকার রাতে অপরিচিত কোন ব্যক্তির জন্য সেই রাস্তা যেন এক মরণ ফাঁদ।
পথচারী আরহাম আদিল জানান, স্কুলে যাওয়ার সময় ছোট ছেলেমেয়েরা প্রায়ই এ গর্তে পড়ে যাওয়ার উপক্রম হয়। সাইকেল ও রিকশা উল্টে যাওয়াসহ ছোটখাটো দুয়েকটি ঘটনা ঘটছে। সেই গ্রামের যুবক মুকসেদুল জানান, কয়েকদিন আগে আমার ছেরাডা এইনো পইরা পাওডার মধ্যে ব্যথা পাইছে। এতে আমার দুইশ টেহার ওষুধ গেছেগা। অহনো বালা অইয়া হারছে না।
সখল্যা গ্রামের বয়োজ্যেষ্ঠ্য আব্দুল মান্নান বলেন, গত বন্যার সময় এই কালভার্টের নিছের ওয়ালডা ভাইঙ্গা মাডি সইরা গেছে। এরপর থাইক্যা মেম্বর-চেরম্যানরে বহুবার জানাইলেও আইজ পর্যন্ত এইডা ঠিহো করছে না এমনকি এক মুইট মাডিও ফালাইছে না। অহন কালভার্টের নিছে এরুম সুড়ুঙ অইছে, ভারি একটা ট্রলি উঠলেই যে কোন সময় এইডা ভাইঙা পইরা যাইবো।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা করিনি। তারপর উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামানিক বলেন, ওটা আমরাও করিনি। এরপর ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন জানান, এটা অনেক আগের করা কালভার্ট। ওয়ার্ল্ডভিশনে করেছিল। আগামীতে প্রকল্প পেলে আমরা মেরামত করব।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর