নাটোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলের প্রস্তুতিকালে শনিবার সকালে শহরের হাফরাস্তা এলাকা থেকে ৫ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান , কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের হাফরাস্তা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে সাদা পোষাকের একদল পুলিশ জেলা ছাত্রদলের নেতা জুবায়ের হোসেন, আফ্রিদি খান, মুরাদ, সুজন ও কামালকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান , নাশকতা সৃষ্টির অভিযোগে শহরের হাফরাস্তা এলাকা থেকে ৫ ছাত্রদল নেতাকর্মীকে আটক করা হয়েছে ।
এদিকে, নেতাকর্মীদের গ্রেফতারেরর প্রতিবাদে শনিবার দুপুরে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শামসুল ইসলাম রনি, ছাত্রদল নেতা জাহিদ হোসেন বিপুল , শাহীন খান, কানন খান, আব্দুল্লাহ আল মামুন লিটন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর