বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন লুৎফর রহমান সড়কের শাহাজালাল সড়ক এলাকায় এক নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। ম্যাগনেট পিলার নিয়ে দ্বন্দের জের ধরে গত শুক্রবার রাতে সেই এলাকার কয়েকজন ব্যক্তি এলোপাথারি মারধর করে নির্মাণ শ্রমিক দুলাল ঢালীকে (৩২) হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী সুমি আক্তার ও ভাগ্নে মো. নিশাদ।
নিহত দুলাল শাহজালাল সড়কের জয়নাল আবেদিনের ভাড়াটিয়া ও উজিরপুরের ধামুরা বাজারের বশির উদ্দিন ঢালীর ছেলে। নিহত দুলালের স্ত্রী সুমি আক্তারের অভিযোগ তার স্বামীকে বেদম মারধর করা হয়। হামলায় অজ্ঞান হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার স্বামীকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় তিনি মামলা দায়ের করার কথা জানিয়েছেন।
নিহতের ভাগ্নে নিশাদ জানান, প্রতিদিনের ন্যায় তার মামা দুলাল ঢালী কাজ শেষে বাসায় ফিরে আসেন। রাতে বাসা সংলগ্ন এলাকায় স্থানীয় জাহাঙ্গীর ও শাহ আলমসহ কয়েক জনের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় তাদের মধ্যে ম্যাগনেট পিলার নিয়ে কথা হচ্ছিল। পিলার নিয়ে কথা বলার এক পর্যায়ে সকলে উত্তেজিত হয়ে রাগান্বিত স্বরে কথা বলে। তার মামাও তাদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এর এক পর্যায়ে জাহাঙ্গীর ও শাহ আলম সহ সেখানে উপস্থিত অন্যান্যরা দুলালকে মারধর করে। মারধরে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হল। জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে সেই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে নগরীর বিমান বন্দর থানা পুলিশ। বিমান বন্দর থানার পুলিশের সহকারী কমিশনার মো. ইমরান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্তদের আটকের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর